বাবা-মায়ের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করবেন শমী কায়সার

প্রকাশিতঃ 10:26 am | May 20, 2019

কালের আলো ডেস্ক:

চলচ্চিত্রের নির্মাণের জন্য সরকারি অনুদান পেয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। তার প্রযোজিত ছবিটির নাম ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’। তবে ছবিটি পরিচালনা করবেন ওয়াহিদ তারেক। ওয়াহিদ তারেক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জয়া আহসানও অনুদান পেলে ছবিটি নির্মাণ করেছিলেন অনম বিশ্বাস।

গত ২৪ এপ্রিল ঘোষিত ৮টি ছবির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে শমী কায়সারের সিনেমা। ১৪ মে অনুদান কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। শমী কায়সারের ছবিসহ ২০১৮-১৯ অর্থবছরের জন্য মোট নয়টি ছবি অনুদান পেয়েছে। তবে শমী কায়সারের অনুদান প্রাপ্তিতে তিনি নিজেই বলেছেন, তিনি আসলে জানেন না।

সিনেমা নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি পরিচালক। তিনি এ ব্যাপারটি প্রযোজকের উপরই ছেড়ে দিলেন। খুব শিগগিরই প্রযোজক এনিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানান।

‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ ছবির চিত্রনাট্যকার হিসেবে রয়েছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের নাম। যিনি লাইভ ফ্রম ঢাকা সিনেমা করে আলোচিত হয়েছেন। ‘স্বপ্ন মৃত্যু ভালোবাসা’ ছবিটি শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সাররের জীবনের গল্প নিয়ে তৈরি হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।

ওয়াহিদ তারেক এর আগে ‘আলগা নোঙর’ ছবিটি নির্মাণ করেছেন। ছবিটি এখনো মুক্তি পায়নি।

কালের আলো/ডিআর/এসএম