সুইডেন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
প্রকাশিতঃ 8:08 am | May 20, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সুইডেন সফর শেষে রোববার(১৯ মে) দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুইডেন সফরকালে বিমান বাহিনী প্রধান সুইডেনের স্টকহোমে দ্যা ইন্টারন্যাশনাল ফোরাম ফর দ্যা মিলিটারি সিমুলেশন, ট্রেনিং এন্ড এডুকেশন কমিউনিটিতে অংশগ্রহণ করেন।
এছাড়া তিনি সুইডিশ আমর্ড ফোর্সেস ও সুইডিশ এয়ার ফোর্সের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
আইএসপিআর জানায়, এই সফরে তিনি ইন্সপেকটোরেট অফ স্ট্যাটেজিক প্রোডাক্টস এবং সুইডিশ ডিফেন্স মেটেরিয়াল এডমিনিস্ট্রেশন এর উর্ধ্বতম কর্মকর্তাদের সাথেও পেশাগত বিষয়ে আলোচনা করেন।
কালের আলো/এএ/এমইচএ