ভেস্তে গেলো আলোচনা, পদবঞ্চিতদের ওপর আবারো ‘চড়াও’ শোভন-রাব্বানী সমর্থকরা
প্রকাশিতঃ 6:17 am | May 19, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
পদবঞ্চিতদের সঙ্গে সমস্যা সমাধানে বসেছিলেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। কিন্তু সেই আলোচনা ফলপ্রসু হয়নি।
উল্টো আলোচনা ভেস্তে গিয়ে আবারো শোভন-রাব্বানীর সমর্থকরা চড়াও হয়ে মারপিট করেছেন পদবঞ্চিতদের।
তাদের সমর্থকদের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১০ থেকে ১২ জন নেতা-কর্মী। শনিবার (১৮ মে) দিনগত রাত আড়াইটার দিকে টিএসসির ভেতর এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে ভোর থেকেই রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।
ভোর পৌনে ৬ টার দিকে কালের আলোকে এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাবি’র রোকেয়া হল শাখার সাবেক সভাপতি ও ডাকসুর ক্যাফেটেরিয়া সম্পাদক বি এম লিপি আখতার।
তিনি জানান, রাত ২ টার দিকে আমাদের বৈঠক শুরু হয়। একপর্যায়ে আমি যে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বহিষ্কার এবং আরও ৪০ জনের অভিযোগের ডকুমেন্ট রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
এ সময় সাধারণ সম্পাদক রাব্বানী ভাই অসৌজন্যমূলক আচরণ করেন। এবং তাঁর লোকজন আমার ওপর চড়াও হন। তাদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহসহ কমপক্ষে ১২ নেতা-কর্মী আহত হন।
পদবঞ্চিত নেতা-কর্মীরা অভিযোগ করেন, গোলাম রাব্বানী সহকর্মী লিপি আক্তারের বক্তব্যে চরমভাবে ক্ষেপে যান। তিনি লিপি আক্তারকে উদ্দেশ্য করে বলেন, ‘তুই আমার নামেও মিডিয়াতে মাদকের অভিযোগ করেছিস তুই নিজেও একটা ভাইরাস।’
এদিকে, পুরো ঘটনায় রহস্যময় নীরবতা পালন করেন সংগঠনের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এরই মধ্যে রটে গেছে, আর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে থাকতে ইচ্ছুক নন গোলাম রাব্বানী।
যে কোন সময় স্বেচ্ছায় তিনি পদ ছাড়বেন এমন গুঞ্জণের পাল্লা ভারী হচ্ছে।
এর আগে গত সোমবার (১৩ মে) রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী’র স্বাক্ষরে ৩০১ সদস্য ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সূত্র মতে, এ কমিটি ঘোষণার পর পরই এ কমিটিকে ‘অবৈধ’ উল্লেখ করে সোমবার (১৩ মে) সন্ধ্যায় মাঠে নামেন পদবঞ্চিত ও ত্যাগ থাকা সত্ত্বেও অমূল্যায়িত নেতা-কর্মীরা।
তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে গেলে তাদের ওপর হামলা চালায় শোভন-রাব্বানীর শিষ্যরা, এমন অভিযোগ শুরু থেকেই উচ্চারিত হয় বিক্ষোভকারীদের মুখে।
কালের আলো/এএ/এমএইচএ