ট্যাক্স-বিল পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে দক্ষিণ সিটি-বিকাশ
প্রকাশিতঃ 7:29 pm | August 11, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন ট্যাক্স ও বিল পরিশোধ সহজীকরণে সমঝোতা স্মারকের নীতিগত অনুমোদন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটির ৮ম কর্পোরেশন সভা। ফলে ট্যাক্স-বিল পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে দক্ষিণ সিটি এবং বিকাশ।
সোমবার (১১ আগস্ট) নগরভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রশাসকমো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য এই সভায় অংশগ্রহণ করেন।
সভার শুরুতেভ গত ৩০ জুন অনুষ্ঠিত সপ্তম কর্পোরেশনের সভার কার্যবিবরণী দৃঢ়করণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ট্যাক্স ও বিল যেমন ট্রেড লাইসেন্স ফি, হোল্ডিং ট্যাক্স, মার্কেট ভাড়া ও সালামি পরিশোধ ইত্যাদি সহজ করতে বিকাশ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত অনুমোদন দেওয়া হয়। ফলে নগরবাসীর সময় ও অর্থ যেমন সাশ্রয় হবে, তেমনি ডিএসসিসির রাজস্ব আদায় আরও স্বচ্ছ ও দক্ষ হবে।
পরিচালনা কমিটির সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন অঞ্চলের (অঞ্চল-৬ হতে ১০) জন্য ডিএসসিসির ১টি করে নতুন কবরস্থান করার প্রস্তাব গৃহীত হয়।
এছাড়া ডিএসসিসি নিয়ন্ত্রণাধীন কবরস্থানগুলোতে মরদেহ দাফনের নিমিত্ত বাঁশ, চাটাই সরবরাহ ও খনন কাজের জন্য দাপ্তরিক প্রাক্কলন প্রস্তুতকরণ কমিটির প্রস্তুত করা বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণ দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় অনুমোদিত হয়।
প্রশাসক বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়নে বর্তমান পরিচালনা কমিটি দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। এ সময় তিনি মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততার প্রতি গুরুত্বারোপ করেন।
সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএকে