সম্মান জানাতে বাবা হারানোর দিনই মাঠে বাটলার

প্রকাশিতঃ 6:05 pm | August 11, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জস বাটলারের বাবা জোহান বাটলার মারা গেছেন। গত ৬ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান তিনি।

বাটলার চাইলে পরিবারের অন্যদের পাশে থাকতে ছুটি নিতে পারতেন। কিন্তু বাবাকে সম্মান জানাতে মাঠে নামার সিদ্ধান্ত নেন এই ডানহাতি ব্যাটার।

বাবার মৃত্যুর দিনই দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে মাঠে নামেন বাটলার। ওই ম্যাচে ১৯ রান করেন তিনি। এরপর ৯ আগস্টের ম্যাচও খেলেন তিনি। যদিও ওই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি সাবেক এই ইংলিশ অধিনায়ক।

তবে ম্যাচ শেষে বাবাকে সম্মান জানাতে ভোলেননি তিনি। বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাটলার লেখেন, ‘বাবা, শান্তিতে থেকো। ধন্যবাদ, তুমি আমার জন্য যা কিছু করেছ তার জন্য।’

বাটলার ওই পোস্ট করার পরই তার বাবার মৃত্যুর খবর জেনেছেন অনেকে। এরপর তার প্রতি সহানুভূতি দেখিয়েছেন অনেকে। এমনকি বাটলারের সতীর্থরা পর্যন্ত তার বাবার প্রতি সম্মান দেখিয়ে হাতে কালো আর্মব্যান্ড পরে নেমেছিলেন।

কালের আলো/এসএকে