হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন নিরাপত্তা উপদেষ্টা
প্রকাশিতঃ 1:18 pm | August 11, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখে এসেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
রোববার রাতে জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান রোববার বিকেলে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গিয়েছেন।’
এতে আরও বলা হয়, ‘তিনি (নিরাপত্তা উপদেষ্টা) জামায়াত আমিরের সঙ্গে দেখা করে চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনায় দোয়া করেন।’
কালের আলো/এসএকে