‘রমজানে সংযমের চেতনা লালন করি’
প্রকাশিতঃ 3:26 pm | May 06, 2019

কালের আলো ডেস্ক:
১৪৪০ হিজরি সালের রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ সোমবার (৬ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে সারাদেশে পালন শুরু হবে রমজান মাস। সিয়াম-সাধনা ও সংযমের এ মাসে মানুষকে মানবিক হওয়ার আহ্বান জানিয়ে নিজের ফেসবুক পোস্ট করেছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান।
সোমবার(৬ মে) দুপুরে এক ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ”দয়া করে রমজানের শুভ বার্তা ও ছবি আমার ইনবক্সে কেউ দিবেননা। এটা বিরক্তিকর।
তারচেয়ে আসুন, যার যার জায়গা থেকে রমজানের সংযমের চেতনা লালন করি।লোভ হিংসা প্রতিহিংসা পরশ্রীকাতরতা ও সকল পাপাচার অন্যায় অকল্যান থেকে নিজেকে মুক্ত রাখি। মানুষের প্রতি মানবিক হই।
বাহারি ইফতারের আয়োজনের ছবিদান থেকেও বিরত থাকি, কারন আপনার সামর্থ আমার নাও থাকতে পারে।”
কালের আলো/এফআর/এমএম