সচিবালয় অভিমুখে বসে পড়েছেন ‘তথ্য আপা’ কর্মীরা
প্রকাশিতঃ 1:32 pm | July 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয় অভিমুখে সড়কে বসে অবস্থান নিয়েছেন তথ্য আপা প্রকল্পের কর্মীরা।
রোববার (১৩ জুলাই) দুপুর ১২টা ৪০ নাগাদ তারা সেখানে অবস্থান নেন। এ সময় তারা আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে; তথ্য আপার তিন দফা, মানতে হবে মানতে হবে- ইত্যাদি স্লোগান দেন।
সরেজমিনে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। সচিবালয় অভিমুখের সড়ক ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
এর আগে সকাল থেকে তারা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
প্রসঙ্গত, রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে টানা ৪৭ দিন ধরে রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তথ্য আপা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় সরাসরি নিয়োগপ্রাপ্ত তথ্যসেবা কর্মকর্তারা।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন এই প্রকল্পে বর্তমানে এক হাজার ৪৭৮ জন নারী তথ্যসেবা কর্মকর্তা এবং সহকারীসহ মোট এক হাজার ৯৬৮ জন জনবল কাজ করছেন। তাদের মধ্যে অধিকাংশই প্রত্যন্ত গ্রামের নারী, যারা দীর্ঘদিন ধরে তথ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন। কিন্তু নানা আশ্বাস ও প্রতিশ্রুতি সত্ত্বেও এখনো তাদের রাজস্ব খাতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়নি। এতে ক্ষোভে ফেটে পড়েছেন এই নারী কর্মীরা।
তাদের দাবি, তথ্য আপা প্রকল্পের কর্মীদের রাজস্ব খাতে স্থানান্তর, কর্তনকৃত বেতন-ভাতা দ্রুত ফেরত দেওয়া এবং সরকারের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা করে রাজস্বকরণের একটি নির্ধারিত রোডম্যাপ প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সরকারের পক্ষ থেকে কোনো গঠনমূলক সাড়া না পেয়ে তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। অথচ অন্যান্য প্রকল্পের জনবল এরই মধ্যে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হয়েছে বা প্রক্রিয়াধীন রয়েছে।
কালের আলো/এসএকে