ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ১৫ কিলোমিটার যানজট

প্রকাশিতঃ 4:03 pm | July 10, 2025

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক, কালের আলো:

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে বাড়িউরা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে এই যানজট দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। আশুগঞ্জ গোলচত্বর, সরাইলের বেড়তলা, শান্তিনগর, বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া হয়ে বাড়িউরা পর্যন্ত পুরো এলাকাজুড়ে থেমে থেমে গাড়ির সারি দেখা গেছে দুপুর আড়াইটা পর্যন্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ ২০১৭ সালে শুরু হলেও ধীরগতির কারণে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ৫ আগস্টের ঘটনার পর কাজ তিন মাস বন্ধ থাকার পর পুনরায় শুরু হলেও অগ্রগতি আশানুরূপ নয়। ফলে সড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলাচল কার্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ দূরপাল্লার অনেক যানবাহন আটকা পড়েছে। এ যানজট কুমিল্লা-সিলেট মহাসড়ক ও সরাইল-নাসিরনগর-লাকাই আঞ্চলিক মহাসড়কেও প্রভাব ফেলেছে। মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমে গেছে। নারী-পুরুষসহ যাত্রীরা বৃষ্টিতে ভিজে হেঁটে গন্তব্যে রওনা হচ্ছেন।

বৃষ্টির কারণে সৃষ্ট গর্তগুলো ভরাটে পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ মাঝে মাঝে ইট-বালু ব্যবহার করলেও তা টেকসই হচ্ছে না। কয়েক দিনের বৃষ্টিতে আবারও গর্ত বেড়ে যায়, যার ফলে যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হতে হচ্ছে, আর এ কারণেই প্রতিদিন সৃষ্টি হচ্ছে যানজট।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, বিশ্বরোড মোড় থেকে আশুগঞ্জ পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর সঙ্গে লোকাল বাসের অনিয়ন্ত্রিত চলাচল যানজট আরও বাড়িয়ে দিচ্ছে। আমরা সাধ্যমতো যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।

এদিকে যানজটের কবলে পড়ে অসুস্থ রোগী, নারী ও শিশুরা পড়েছেন চরম দুর্ভোগে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকেছেন রাস্তার ওপর।

সিলেট থেকে ঢাকাগামী পণ্যবাহী ট্রাকচালক রফিকুল ইসলাম বলেন, এক ঘণ্টা ধরে একই জায়গায় দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এখান থেকে নড়তে সারা দিন চলে যাবে। বৃষ্টি হলেই এই জায়গায় ভোগান্তি বাড়ে।

সিলেটগামী যাত্রী সুপমা দাস জানান, ঘণ্টার অধিক হলো যানজটে আটকে আছি। রাস্তাঘাট কবে ঠিক হবে আর কবে এই যানজট থেকে রেহাই পাব ভগবান ছাড়া কেউ জানে না।

খাটিহাঁতা বিশ্বরোড মোড়ের চায়ের দোকানদার বিল্লাল হোসেন বলেন, প্রায় সময়ই যানজট লেগে থাকে। এমন চিত্র দেখে অভ্যস্ত হয়ে গেছি। বৃষ্টি দিনে তো আরও বেশি। রাস্তা দ্রুত সংস্কার না হলে যানজটের মাত্রা বেড়েই চলবে।

কালের আলো/এমডিএইচ