সৌদি আরবের রিয়াদ-জেদ্দায় বাড়ি কিনতে পারবেন বিদেশিরা

প্রকাশিতঃ 4:06 pm | July 10, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দায় এখন থেকে বাড়ি কিনতে পারবেন বিদেশিরা। দেশটির সরকার এ সংক্রান্ত একটি আইনের অনুমোদন দিয়েছে। বিদেশি বিনিয়োগ টানতে এবং অর্থনীতিতে বৈচিত্র আনতে এ উদ্যোগ নিয়েছে তারা।

সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই জানিয়েছে, গত মঙ্গলবার (৮ জুলাই) প্রতীক্ষিত এ আইনটির অনুমোদন দেওয়া হয়। এখন থেকে রিয়াদ এবং জেদ্দার নির্দিষ্ট অংশে বিদেশিরা বাড়ি কিনতে পারবেন। তবে পবিত্র নগরী মক্কা ও মদিনায় যদি কেউ বাড়ি কিনতে চান তাহলে বিশেষ অনুমতি লাগবে।

সরকার এ আইন পাস করার পর সৌদির রিয়েল স্টেট খাতের শেয়ারের মূল্য বেড়েছে। নতুন এ আইনটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। আইনের ধারাগুলো নিয়ে দেশটির রিয়েল স্টেট জেনারেল অথরিটি আরও বিস্তারিত তথ্য জানাবে।

সূত্র: মিডেল ইস্ট আই

কালের আলো/এসএকে