গোমতীতে পানি বৃদ্ধি, খোলা হয়েছে ৩৫টি আশ্রয়কেন্দ্র

প্রকাশিতঃ 2:59 pm | July 10, 2025

কুমিল্লা প্রতিবেদক, কালের আলো:

টানা তিনদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীতে হঠাৎ করে পানি বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে নদীর চরাঞ্চল প্লাবিত হয়ে গেছে এবং নদীর বাঁধের ভেতরের বহু পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টায় কুমিল্লার গোমতী নদীর পানি রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬৮ মিটার, যা বিপদসীমার মাত্র ১ দশমিক ৬২ মিটার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, গোমতীর পানি দ্রুতগতিতে বাড়ছে, এখনই সবাইকে সতর্ক থাকার সময়।

বিপদের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলায় নদীপাড়ের ঝুঁকিপূর্ণ ও নিম্নাঞ্চলবাসীদের নিরাপদে সরিয়ে নেওয়ার লক্ষ্যে ৩৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলার ইউএনও তানভির হোসেন।

তিনি বলেন, নদী তীরবর্তী এলাকাগুলোর মানুষদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য বলা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে, বন্যা পরিস্থিতির অবনতি হলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সব সংস্থা প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, গত ২০২৪ সালের ভয়াবহ বন্যায় গোমতী নদীর বাঁধ ভেঙে কুমিল্লার ৩টি উপজেলায় ১৫০টির বেশি গ্রাম প্লাবিত হয়। এবারের পানি বৃদ্ধিকে কেন্দ্র করে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। নদী তীরবর্তী বাসিন্দা ও বিশেষ করে ভাঙনপ্রবণ এলাকার মানুষদের যেকোনো ধরনের বিপদের আগে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

কালের আলো/এসএকে