সুখবর দিলেন রাজকুমার-পত্রলেখা
প্রকাশিতঃ 2:19 pm | July 10, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:
সময়টা দারুণ যাচ্ছে বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের। কিছুদিনের মধ্যে ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং শুরু করবেন তিনি। এরই মধ্যে ব্যক্তিগত জীবনের সুখবর দিলেন এই অভিনেতা। তা হল বিয়ের প্রায় চার বছর বাবা হতে চলেছেন তিনি। অর্থাৎ মা হচ্ছেন অভিনেত্রী পত্রলেখা পাল।
বুধবার সামাজিকমাধ্যমে বাবা হওয়ার সুখবর জানিয়েছেন রাজকুমার নিজে। জানিয়ে দিলেন, শিগগিরই তাদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘উচ্ছ্বসিত’। এর সঙ্গে যুক্ত করেছেন দুইটি লাল হার্ট।
তারকা জুটির বাবা-মা হওয়ার খবর জানার পর অনুরাগীরাসহ বলিউড তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। জনপ্রিয় কোরিওগ্রাফার ফারাহ খান অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘অবশেষে খবরটা প্রকাশ পেল! এই খবরটা নিজের মধ্যে রাখতে ভীষণ কষ্ট হচ্ছিল। দুইজনকে অভিনন্দন।’
বলে রাখা ভালো, ২০১৪ ‘সিটি লাইট’ ছবিতে জুটি বেঁধেছিলেন রাজকুমার ও পত্রলেখা। সেই ছবির শুটিং ফ্লোর থেকেই শুরু তারকা জুটির প্রেম কাহিনি। দীর্ঘ ১০ বছর প্রেমের পর বিয়ে করেন তারা। তবে দীর্ঘদিন তাঁদের প্রেমের কথা গোপন রেখেছিলেন।
কালের আলো/এসএকে