গুরুত্বপূর্ণ পাঁচ বিষয় নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসবে ইসি
প্রকাশিতঃ 5:01 pm | July 09, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
গুরুত্বপূর্ণ সুস্পষ্ট পাঁচটি বিষয় নিয়ে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-সহ বিভিন্ন আইনি সংস্কার বিষয়েও আলোচনা হবে নির্বাচন কমিশনের এই অষ্টম ‘কমিশন সভায়’।
সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
সভার আলোচ্যসূচি :
(ক) গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;
(খ) নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;
(গ) নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর (সংশোধন) অধ্যাদেশ ২০২৫;
(ঘ) মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থী কর্তৃক প্রদত্ত হলফনামা;
(ঙ) নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনঃঅর্পণ; এবং
(চ) বিবিধ
কালের আলো/এসএকে