আজারবাইজানের কাছে জবাব চাইল ইরান
প্রকাশিতঃ 9:18 pm | June 29, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলার সময় আজারবাইজান থেকে ইরানে উড়ে এসেছিল ইসরায়েলি ড্রোন। ইরানের গোয়েন্দারা এমন স্পর্শকাতর তথ্য জানানোর পর আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তিনি এ ব্যাপারে জবাব চেয়ে আজারবাইজানকে বিষয়টি তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আজারবাইজান থেকে সত্যিই ইসরায়েলি ড্রোন ইরানে প্রবেশ করেছিল কি না সেটি যেন গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়।
আর্মেনিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মেহদি সোবহানি বলেছেন, “আমরা তথ্য পেয়েছি স্বল্পসংখ্যক ড্রোন আমাদের প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা থেকে ইরানি অঞ্চলে প্রবেশ করেছে। ইরান ও আজারবাইজানের প্রেসিডেন্টের মধ্যে টেলিআলাপের সময় আমাদের প্রেসিডেন্ট আজারি প্রেসিডেন্টকে বিষয়টি সম্পর্কে গুরুতর তদন্তের আহ্বান জানিয়েছেন। আমরা এ তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করব।”
বার্তাসংস্থা ইসনা নিউজ জানিয়েছে, ইরানি গোয়েন্দারা জানিয়েছেন, যুদ্ধের সময় দখলদার ইসরায়েল আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করেছে।
সূত্র: আলজাজিরা
কালের আলো/এসএকে