‘প্রতিনিধিত্বশীল নির্বাচন চায় হিন্দু সম্প্রদায়’

প্রকাশিতঃ 4:39 pm | June 28, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

হিন্দু সম্প্রদায় আগামী জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির নির্বাচন চায় বলে জানিয়েছেন হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে তিনি এ দাবি জানান।

গোবিন্দ প্রামাণিক বলেন, ‘এই দেশে আমরা কখনো গণতন্ত্র পাইনি। গণতন্ত্রের নামে বারবার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। ৩০ শতাংশ ভোট নিয়ে ৭০ শতাংশ মানুষের ওপর শাসন চলে।’

তিনি আরও বলেন, ‘আমরা একতরফা ভোট দিয়েছি, কিন্তু বারবার নিপীড়নের শিকার হয়েছি। এবার হিন্দু সম্প্রদায়ের ভোট কোনো দলীয় স্বার্থে যাবে না। আমরা চাই অনুপাতিক পদ্ধতিতে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক। না হলে হিন্দু সম্প্রদায়ের ভোটাররা ভোট দিতেই যাবে না।’

সমাবেশে উপস্থিত ছিলেন বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিও। বধিজ্ঞান বৌদ্ধ বিহারের সভাপতি দয়াল কুমার বড়ুয়া বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা সংখ্যালঘু হিসেবে উপেক্ষিত। রাজনীতিকরা আমাদের ব্যবহার করেন, কিন্তু সংসদে গিয়ে সংস্কারের কথা ভুলে যান।’

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও বলেন, ‘আমরা যুগ যুগ ধরে এই দেশে সহাবস্থানে বিশ্বাস করি। কিন্তু আমাদের কণ্ঠস্বর সংসদে নেই। পিআর পদ্ধতি চালু হলে সংখ্যালঘুদের কথা বলার সুযোগ তৈরি হবে।’

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) সভাপতিত্ব করেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া মহাসমাবেশে দুপুর ২টায় মূল অধিবেশন শুরু হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

কালের আলো/এমডিএইচ