বৃষ্টি উপেক্ষা করে ইসলামী আন্দোলনের সমাবেশে নেতা-কর্মীদের ঢল

প্রকাশিতঃ 4:30 pm | June 28, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে নেতা-কর্মীদের ঢল নেমেছে।

শনিবার (২৮ জুন) দুপুর ২টায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মীরা উদ্যানমুখী হন। অল্প সময়ের মধ্যেই পুরো মাঠ কানায় কানায় ভরে যায়।

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আয়োজিত ইসলামী আন্দোলনের এ সমাবেশ শুরু হওয়ার মধ্যেই কয়েক দফা ঝিরি ঝিরি বৃষ্টি হয়।

এরপর হঠাৎ নামে মুষলধারে বৃষ্টি। তবে ঝড়-বৃষ্টি উপেক্ষা করেই চলতে থাকে কর্মসূচি।

দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় নেতারা এই মহাসমাবেশে বক্তব্য রাখছেন। তাদের বক্তব্যে উঠে আসছে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির প্রয়োজনীয়তার কথা।

মহাসমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা তার বক্তব্যে বলেন, আজকের এই জনসমুদ্র প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তন চায়। তারা চায় এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে প্রতিটি ভোট মূল্যবান হবে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির সমর্থক সব রাজনৈতিক দলের নেতা আমাদের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করবেন এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধ হবেন।

কালের আলো/এমডিএইচ