ফরিদপুর যৌথ বাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসসহ আটক ১৫

প্রকাশিতঃ 6:41 pm | June 27, 2025

ফরিদপুর প্রতিবেদক, কালের আলো:

ফরিদপুর শহরের রেলওয়ে বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।  অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এর সাথে জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৬ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন।

শুক্রবার (২৭ জুন) দুপুরে দিকে বিষয়টি নিশ্চিত করেছে যৌথ বাহিনী। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮টা থেকে রাত ৪টা পর্যন্ত আট ঘণ্টা দীর্ঘ এ অভিযান পরিচালনা করা হয় শহরের গুহ লক্ষ্মীপুর এলাকার রেলওয়ে বস্তিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান শুরুর আগে সমগ্র বস্তি ঘিরে ফেলেন যৌথ বাহিনীর সদস্যরা। এর আগে বস্তির আশপাশে অপেক্ষমাণ লোকজন সরিয়ে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় রেল গেটের দোকানপাট। এরপর বস্তির ঘরে ঘরে তল্লাশি শুরু করেন যৌথ বাহিনীর সদস্যরা।

অভিযান সূত্রে জানা যায়, অভিযানে উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে সাড়ে ৪৫ কেজি গাঁজা, ৩৩৭টি ইয়াবা ট্যাবলেট, ২১১টি হেরোইনের প্যাকেট, শতাধিক দেশীয় অস্ত্র, ২টি বিদেশি মদের বোতল, ৯টি ফিচার ফোন এবং ১০টি অ্যান্ড্রয়েড ফোন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো জানানো হয়, অভিযানে তাৎক্ষণিকভাবে সাত জনকে হাতেনাতে মাদক বিক্রির সময় আটক করা হয়। এরপর এলাকাজুড়ে পরিচালিত তল্লাশি ও বস্তির কেন্দ্রে অবস্থিত শিল্পী বেগমের (৩০) বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ আরও আটজনকে আটক করা হয়। অভিযান চলাকালে শিল্পীর বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় ধারালো অস্ত্র এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় ভীতি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আসছিল তারা।

সেনাবাহিনী সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে ফরিদপুর আর্মি ক্যাম্পে গুহ লক্ষ্মীপুর রেলওয়ে বস্তি এলাকায় চলমান মাদক পাচার, জোরপূর্বক দখলদারিত্ব এবং স্থানীয় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে একাধিক অভিযোগ আসছিল। গোপন সূত্রে তথ্য পাওয়া যায়, শিল্পী বেগম ও তার পরিবার এলাকায় একটি সুসংগঠিত মাদক নেটওয়ার্ক পরিচালনা করছেন। যেখানে নারীদের ব্যবহার করে প্রকাশ্যে ইয়াবা, গাঁজা ও হেরোইন বিক্রি করা হচ্ছিল। অনুসন্ধানে উঠে আসে, শিল্পীর সঙ্গে ভারতীয় মাদক পাচার চক্রের সরাসরি যোগাযোগ রয়েছে এবং ভারত থেকে গাঁজা এনে এই এলাকায় সরবরাহ করে একটি অবৈধ অর্থনৈতিক প্রভাব বিস্তার করে আসছিল। ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষ্যে সেনাবাহিনীর ১৫ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও পুলিশ যৌথভাবে এ বিশেষ অভিযান পরিচাল করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, শুক্রবার ভোররাতে রেল বস্তি থেকে মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক হওয়া শিল্পী বেগমসহ ১৫ জনকে ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে মামলার প্রক্রিয়া চলছে।

কালের আলো/এমডিএইচ