ইরানে নতুন সামরিক গোয়েন্দাপ্রধান নিয়োগ
প্রকাশিতঃ 4:28 pm | June 20, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
গত সপ্তাহে ইসরায়েলি হামলায় সামরিক গোয়েন্দাপ্রধান নিহত হওয়ার পর বৃহস্পতিবার ইরান তার বিপ্লবী গার্ডে একজন নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ করেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
ইরনা জানায়, ইরানের ইসলামিক রেভুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে তাদের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান হিসেবে নিযুক্ত করেছে।
তিনি মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হয়েছেন। কাজেমি গত রোববার ইসরায়েলি হামলায় নিহত হন। এ সময় আরও দুই বিপ্লবী গার্ড কর্মকর্তা নিহত হন। তারা হলেন হাসান মোহাগেঘ এবং মোহসেন বাঘেরি।
গত ১৩ জুন ইসরায়েলের হামলায় তার পূর্বসূরী হোসেইন সালামিকে হত্যা করার পর সম্প্রতি পাকপুরকে নিয়োগ দেওয়া হয়েছিল।
পাকপুর বলেন, আমাদের শহীদ কমান্ডার কাজেমি এবং মোহাকেক আইআরজিসি গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেওয়ার সময় আমরা আইআরজিসির মধ্যে গোয়েন্দা তথ্যের সবদিকে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করেছি।
গত সপ্তাহে ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েল বেশ কয়েকজন শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যা করেছে, যার ফলে ইরান পাল্টা আক্রমণ চালায়। বৃহস্পতিবার একটি ইসরায়েলি হাসপাতালে ইরান আঘাত হানে।
গত শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি কর্তৃক নিযুক্ত হওয়ার পর পাকপুর ইসরায়েলের আক্রমণের প্রতিশোধ হিসেবে ‘নরকের দরজা’ খুলে দেওয়ার হুমকি দেন।
শীর্ষস্থানীয় ইসরায়েলি নেতারা খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে কথা বলছেন।
সূত্র: এনডিটিভি
কালের আলো/এমডিএইচ