সৌদি আরবে আটকে পড়েছেন ১২৫০০ ইরানি হাজি

প্রকাশিতঃ 9:44 am | June 20, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের সঙ্গে বিমান চলাচল বন্ধ থাকায় প্রায় ১২ হাজার ৫০০ ইরানি হাজি সৌদি আরবের মদিনায় আটকে পড়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

চলতি জুনের শুরুতে বিশ্বের লাখো মুসলমান সৌদি আরবের মক্কায় গিয়েছিলেন হজ পালন এবং ৬ জুন ঈদুল আজহা উদযাপন করতে। অনেকে হজের অংশ হিসেবে মদিনাতেও সফর করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরানের পূর্বাঞ্চল থেকে আসা হাজিদের ফিরিয়ে নিতে পার্শ্ববর্তী দেশগুলোর বিমানবন্দর ব্যবহারের বিষয়ে চিন্তা করা হয়েছিল, কিন্তু সেটি এখনো বাস্তবায়িত হয়নি।

ইরান জানিয়েছে, তারা সৌদি আরব ও ইরাকের সঙ্গে সমন্বয় করছে, যাতে হাজিরা স্থলসীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ইরানি হাজিদের যাবতীয় প্রয়োজন মেটাতে এবং তাদের নিরাপদে নিজ দেশে ও পরিবারের কাছে ফিরে যাওয়ার উপযুক্ত পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত সব ধরনের সেবা দেওয়া হচ্ছে।

কালের আলো/এমডিএইচ