জুতার সোল থেকে বেরিয়ে এলো ১২টি স্বর্ণের বার

প্রকাশিতঃ 8:39 pm | June 02, 2025

যশোর প্রতিবেদক, কালের আলো:

যশোরে ১২টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। যশোরের শহরতলীর ঝুমঝুমপুর নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে এসব স্বর্ণ আটক করা হয়। সোমবার বিকেলে এ তথ্য জানিয়েছেন যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। আটক স্বর্ণের ওজন এক কেজি ৩৯৭।

আটক পাচারকারী লিটন রায় ঢাকার শাখারি বাজার এলাকার মধুসূদন রায়ের ছেলে। ভারতে পাচারের উদ্দেশে ওই স্বর্ণ আনা হয়েছে বলে বিজিবির কাছে লিটন স্বীকার করেছে।

বিজিবি সূত্র জানায়, লিটন রায় তার জুতার সোলের মধ্যে কৌশলে লুকিয়ে স্বর্ণের বারগুলো বহন করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, স্বর্ণগুলো ঢাকার শাখারি বাজার এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সংগ্রহ করে যশোর হয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। তার লক্ষ্য ছিল এগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করা। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নীলগঞ্জ এলাকা থেকে ওই পাচারকারীকে আটক করা হয়েছে। পরে তার জুতার সোলের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের মূল্য আনুমানিক ২ কোটি ৩ লাখ টাকা।

কালের আলো/এমডিএইচ