কুমিল্লায় অবৈধ ভারতীয় চিংড়ির রেনুসহ  ট্রাক জব্দ

প্রকাশিতঃ 4:54 pm | May 28, 2025

কুমিল্লা প্রতিবেদক, কালের আলো:

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় অবৈধ ভারতীয় চিংড়ির রেনুসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ মে) ভোররাতের দিকে উপজেলার পাঁচথুবী ইউনিয়ন চাঁনপুর এলাকায় রেনুসহ ট্রাকটি জব্দ করে বিজিবি। এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়ন চাঁনপুর নামক স্থানে মালিকবিহীন একটি ট্রাকসহ ৫১ ড্রাম চিংড়ির রেনু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। সীমান্তে ভারতীয় অবৈধ মালামাল জব্দে বিজিবি তৎপর রয়েছে।

কালের আলো/এমডিএইচ