‘ফ্যাসিবাদ যাতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
প্রকাশিতঃ 3:40 pm | May 27, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশে বর্তমানে যে কাঙ্ক্ষিত সময় অতিবাহিত হচ্ছে, সে সময়টাতে বাংলাদেশের স্বার্থের জন্যই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবে “গণতান্ত্রিক রূপান্তর: মৌলিক সংস্কার ও নির্বাচন” শীর্ষক এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশের ফ্যাসিবাদের রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আওয়ামী দোসরা নানাভাবে রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই আমরা এই ফ্যাসিবাদ দলের বিরোধিতা করেছি যে রাজনৈতিক দলগুলো, আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ আর কখনো পুনর্বাসিত হতে পারবেনা।’
তিনি বলেন, ‘বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আমরা চাইবো হাসিনার আমলের মতো করে নয়। সত্যিকার অর্থেই, আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার অনুসারে, হত্যার যে এভিডেন্ট আছে সেগুলোর সত্যতা যাচাই করে, দেশে যে গণহত্যা ঘটানো হয়েছে সেই বিচারটি যেনো সঠিকভাবে সম্পন্ন করা হয়।’
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার।
কালের আলো/এএএন