বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য কত?
প্রকাশিতঃ 10:37 am | May 26, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
আর দুদিন পরেই শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-২০ সিরিজ। লাহোরে হতে যাওয়া ৩ ম্যাচের এই সিরিজের জন্য শেষ মুহূর্তে টিকিটের মূল্য ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ২০০ থেকে ২০০০ রুপির বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া যাবে এই সিরিজের টিকিট।
প্রথমে ৫ ম্যাচের হওয়ার কথা থাকলেও পিএসএল পিছিয়ে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ কমিয়ে আনা হয়েছে ৩ ম্যাচে। সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে, ৩০ মে ও ১ জুন। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
গতকাল রাত থেকেই বিক্রি শুরু হয়েছে এই সিরিজের টিকিট। টিকিট বিক্রি হচ্ছে টি.সি.এস এক্সপ্রেস সেন্টারে। প্রথম ধাপে লাহোরের ডেভিস রোড ও গুলবার্গে অবস্থিত টি.সি.এস এক্সপ্রেস সেন্টারে পাওয়া যাবে টিকিট।
মোট ৫টি ক্যাটাগরিতে পাওয়া যাবে সিরিজের টিকিট। সর্বনিম্ন ২০০ রুপিতে পাওয়া যাবে সাধারণ এনক্লোজারের টিকিট। প্রথম শ্রেণির এনক্লোজারের মূল্য ধরা হয়েছে ৩০০ রুপি। প্রিমিয়াম এনক্লোজারে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ৪০০ রুপি। ভিআইপি এনক্লোজারের টিকিটের মূল্য ৫০০ রুপি।
সবচেয়ে দামি টিকিট ভিভিআইপি এনক্লোজারে। এখানে খেলা দেখতে হলে খরচ করতে হবে ২০০০ রুপি। হসপিটালিটি গ্যালারি বক্সের টিকিটের মূল্যও ২০০০ রুপি ধরা হয়েছে।
কালের আলো/এএএন