নিজের দুই সন্তানকে শুধু কবর দিতে কাঁদছেন গাজার নারী

প্রকাশিতঃ 4:19 pm | May 25, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

দখলদার ইসরায়েলের হামলায় গাজায় প্রতিদিনই নারী ও শিশুদের মৃত্যু হচ্ছে। যারমধ্যে গতকাল শনিবার নামা শাওয়ান নামে এক নারীর দুই সন্তান ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান। তারা খান ইউনিসের ইউরোপীয়ান হাসপাতালের কাছে রুটির খোঁজে গিয়েছিল।

দখলদারদের হামলায় মৃত্যু হওয়ার পর তার সন্তানদের মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। নিজের সন্তানদের হারানোর পর নতুন চিন্তায় পড়েছেন এ নারী। তার আশঙ্কা মরদেহ উদ্ধার করা না গেলে রাস্তার কুকুর এগুলো খুবলে খাবে। এখন তার একমাত্র চাওয়া সন্তানদের কবরস্থ করবেন।

গতকাল ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে ওঠে আসে এ নারীর করুণ আর্তনাদ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ ভিডিওটির সত্যতা যাচাই করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে নারীটি কেঁদে কেঁদে বলছেন, “আমার সন্তানদের আমাকে এনে দিন। আমি তাদের কবর দিতে চাই। তারা নিরপরাধ শিশু। তাদের মরদেহ নয়ত কুকুর খুবলে খাবে। তারা মারা গেছে কিন্তু আমি ধৈর্য্য ধরে আছি। কিন্তু আমি আমার সন্তানদের কবর দিতে চাই। আমাকে আমার সন্তানদের এনে দিন।”

দখলদার ইসরায়েল গাজার নারী ও শিশুদের হত্যা করলেও কখনো এটি তারা প্রকাশ করে না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় হামলার যেসব বিবৃতি প্রকাশ করে; সেগুলোতে বলা হয় হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিন্তু নিরীহ নারী ও শিশুরা যে তাদের বর্বরতায় প্রাণ হারিয়েছে সেটি স্বীকার করে না।

দখলদারদের হামলায় গাজায় এখন পর্যন্ত প্রায় ৫৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যারমধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

সূত্র: আলজাজিরা

কালের আলো/এমডিএইচ