প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় জামায়াত ও এনসিপি

প্রকাশিতঃ 8:50 pm | May 24, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপির পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৪ মে) রাত ৮টার পর প্রথমে জামায়াতে ইসলামী প্রতিনিধি দল ও পরে এনসিপির প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে।

জামায়াতে ইসলামের প্রতিনিধি দলে রয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা যমুনায় প্রবেশ করছেন।

এর আগে বিএনপি চার সদস্যের একটি প্রতিনিধি দল যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক অংশ নেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি চলমান রয়েছে বলে জানা গেছে।

কালের আলো/এমডিএইচ