শেরপুরে কমছে নদ-নদীর পানি
প্রকাশিতঃ 10:39 am | May 21, 2025

শেরপুর প্রতিবেদক, কালের আলো:
শেরপুরে গতকাল বিকেল থেকে বৃষ্টি না হওয়ায় জেলার নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
বুধবার (২১ মে) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ভোগাই নদীর নকুগাঁও পয়েন্টে পানি বিপৎসীমার ৩৭৯ সেন্টিমিটার নিচে, নালিতাবাড়ী পয়েন্টে ২৪৬ সেন্টিমিটার নিচে এবং পুরাতন ব্রহ্মপুত্র নদে ৬৩৭ সেন্টিমিটার নিচে রয়েছে।
গতকাল মহারশি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় এলাকায় নদীর পাড়ে ফাটল সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বাঁধে ফাটল দেখা দেওয়ায় দ্রুত মেরামতের প্রয়োজন। তবে বৃষ্টি না থাকায় পানি কমতে শুরু করেছে, এই অবস্থায় স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে যাতে বাঁধটি আর ভালোভাবে করা হয়।
জেলা কৃষি বিভাগ কৃষকদের পাকা ধান দ্রুত কেটে উঁচু স্থানে সংরক্ষণের পরামর্শ দিয়েছে। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মাইকিং করা হয়।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, এখন পর্যন্ত সব কিছু স্বাভাবিক রয়েছে। আমরা সব সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ইতোমধ্যে উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে মিটিং করা হয়েছে এবং কোনো ধরনের সমস্যা দেখামাত্রই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বর্তমানে বৃষ্টি না থাকায় এবং নদ-নদীর পানি কমতে থাকায় শেরপুরে আকস্মিক বন্যার সম্ভাবনা অনেকটাই হ্রাস পেয়েছে।
কালের আলো/এমডিএইচ