ঝুঁকি বাড়লেও বরাদ্দ সীমিত, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পিছিয়ে বাংলাদেশ
প্রকাশিতঃ 9:49 pm | May 17, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশে উচ্চ রক্তচাপজনিত মৃত্যু ও ঝুঁকি উদ্বেগজনক হারে বাড়লেও, সরকারি বাজেটে এর প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমে বরাদ্দ খুবই সীমিত। ফলে কমিউনিটি ক্লিনিকে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হলেও টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে উঠছে না। এ অবস্থায় রোগ নিয়ন্ত্রণে বাজেট বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
শুক্রবার (১৬ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে রাজধানীর বিএমএ ভবনে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বিশেষজ্ঞদের মতে, দেশের মোট মৃত্যুর ৭১ শতাংশই হচ্ছে হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, ডায়াবেটিসসহ নানা অসংক্রামক রোগে, যেগুলোর অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ। বর্তমানে প্রতি চারজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশির একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত হলেও স্বাস্থ্য বাজেটে এই খাতের জন্য বরাদ্দ মাত্র ৪.২ শতাংশ, যা বাস্তব পরিস্থিতির তুলনায় অত্যন্ত অপ্রতুল।
তারা বলেন, প্রতিরোধমূলক উদ্যোগের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে ওষুধ সরবরাহ অব্যাহত রাখতে হবে, যা সম্ভব নয় অর্থনৈতিক স্থিতি ছাড়া।
কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম বলেন, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ কমাতে স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠী কেন্দ্রিক করার কোনো বিকল্প নেই।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. এনামুল হক বলেন, শুধু বাজেট বাড়ালেই হবে না, বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতেও কার্যকর ব্যবস্থাপনা প্রয়োজন। একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রমকে গুরুত্ব দিতে হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ জানান, সব স্বাস্থ্যকেন্দ্রে অত্যাবশ্যকীয় ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করতে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. লিয়াকত আলী বলেন, সংস্কার কমিশন সুপারিশ করেছে, আইনি কাঠামোর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া এবং এসেনসিয়াল ড্রাগস কোম্পানির সক্ষমতা বাড়িয়ে ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করার জন্য।
সভায় আরো বক্তব্য রাখেন কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের প্রোগ্রাম ম্যানেজার ডা. গীতা রানি দেবী, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট-ইলেক্ট ডা. আবু জামিল ফয়সাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. আতিকুল হক, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ডা. মলয় কান্তি মৃধা, এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।
মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার সমন্বয়ক সাদিয়া গালিবা প্রভা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান রনি। আলোচনা শেষে বিশেষজ্ঞরা বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের টেকসই অর্থায়ন ও বাস্তবায়ন নিশ্চিত করা এখন সময়ের দাবি।
কালের আলো/এসএকে