পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক হলেন মফিজুর রহমান
প্রকাশিতঃ 9:14 pm | May 17, 2025

চট্টগ্রাম প্রতিবেদক, কালের আলো:
পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন্স) মো. মফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (১৭ মে) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে পদায়ন করা হয়।
তাকে চলতি দায়িত্ব হিসেবে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয় বলে এক অফিস আদেশে উল্লেখ করা হয়। পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে প্রকৌশলী মো. আবদুস সোবহান সরে দাঁড়ালে পদটি খালি হয়।
কালের আলো/এমডিএইচ