ছায়া থেকে প্রকাশ্যে পাকিস্তানের আরেক ক্ষমতাধর সেনা কর্মকর্তা

প্রকাশিতঃ 3:08 pm | May 10, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

সাধারণত দৃশ্যপটের আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তবে কাশ্মীরকে ঘিরে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এখন তিনিই পাকিস্তানের কণ্ঠস্বর হয়ে কঠোর ভাষায় বার্তা দিচ্ছেন।

এই তো কিছুদিন আগেও পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী এ ব্যক্তি পর্দার আড়ালেই থাকতে পছন্দ করতেন। তিনি জনসমক্ষে নিজের ভাবমূর্তি কঠোরভাবে বজায় রাখার চেষ্টা করতেন। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁর বক্তব্যগুলো সামরিক অনুষ্ঠানকেন্দ্রিক ছিল। পূর্বনির্ধারিত ও পরিকল্পিত ভাষণেই সেগুলো সীমাবদ্ধ থাকত।

এবার ভারতের গণমাধ্যমগুলো দাবি করছে, আসিম মুনীরকে সরিয়ে পাক সেনাপ্রধান হিসেবে সাহির শামশাদ মির্জা কে দায়িত্ব দেওয়া হতে পারে।

‘অপারেশন সিঁদুরে’ একেবারে তছনছ ভারত-পাকিস্তানের একাধিক জায়গা। এমনকি বৃহস্পতিবার সন্ধ্যায় করাচি, লাহোরের মতো শহরেও আঘাত হেনেছে ভারতীয় সেনা।

এসব হামলার জবাব দিতে থেমে থাকেনি পাকিস্তানও। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, ভারতে পাকিস্তানের ৭৭টি ড্রোন হামলা করেছে। এমনকি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ভারতের ৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাও উঠে এসেছে।

কালের আলো/এমডিএইচ