এনডিসিতে শেষ হলো ক্যাপস্টোন কোর্স, সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলায় গুরুত্বারোপ সেনাপ্রধানের
প্রকাশিতঃ 10:05 pm | May 08, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স। রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ বিভাগের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের এক সম্মিলন। যেখানে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা শুরু করে বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক এবং কর্পোরেট নেতাদের সদর্প উপস্থিতি।
রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়ন ইস্যুতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসা প্রতিষ্ঠানটির হাই প্রোফাইল এই কোর্সটি ২০১০ সাল থেকে কার্যত জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের নিবিড় সম্পর্ক অনুধাবন এবং কার্যকর নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্যে পরিচালিত হয়ে আসছে। এই কোর্সে চলতি বছর অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার ৩২ জন ফেলো।
বৃহস্পতিবার (০৮ মে) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মানিত ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কোর্সটি নীতি নির্ধারণীর সকল পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি এই কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের আন্তরিক অভিনন্দন জানান। এরই মধ্যে দিয়ে এদিন শেষ হয়েছে গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া তিন সপ্তাহব্যাপী ষ্ট্রাটেজিক লিডারশীপ প্রশিক্ষণ ‘ক্যাপস্টোন কোর্স’।
সেনাপ্রধান তাঁর বক্তব্যে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবিলা করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, দ্রুত পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে ভবিষ্যতের জন্য একটি স্বনির্ভর ও দক্ষ জাতি গঠনে এবং সুসংহত নেতৃত্বের বিকাশে এই কোর্স উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। ক্যাপস্টোন ফেলোরা সম্ভাবনাময় নেতৃত্বদানের ক্ষেত্রে সৃজনশীল চিন্তাধারা, সংস্কারমূলক ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে জনস্বার্থে আত্মনিয়োগ করবেন বলেও মনে করেন তিনি।
জানা যায়, কোর্সটির বিষয়ভিত্তিক ওয়ার্কিং সেশনগুলোর মধ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূ-রাজনীতি, একবিংশ শতাব্দীর নেতৃত্বের চ্যালেঞ্জ, আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় নিরাপত্তা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এর নেতৃত্বে পেশাগত দক্ষতা উন্নয়নে উন্নত প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ প্রদানে ন্যাশনাল ডিফেন্স কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখান থেকে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছেন।
সমাপনী অনুষ্ঠানে এনডিসি কমান্ড্যান্ট কোর্সের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘এই প্ল্যাটফর্মটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বস্তুনিষ্ঠ সংলাপ ও একীভূত চিন্তাধারা বিকাশ ঘটানোর লক্ষ্যে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে। ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের কৌশলগত নেতৃত্বের মধ্য শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছে এবং দূরদর্শী নেতৃত্ব বিকাশের জন্য কলেজের লক্ষ্যকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।’
লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বলেন, ‘ন্যাশনাল ডিফেন্স কলেজের অন্যতম প্রধান প্রশিক্ষণ কর্মসূচি ‘ক্যাপস্টোন কোর্স’ কৌশলগত সচেতনতা বৃদ্ধি, মননশীল চিন্তাভাবনার বিকাশ, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সমন্বিত দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করছে।’
সমাপনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা, কলেজের অনুষদ সদস্য, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
কালের আলো/এমএএএমকে