প্রেমিকাকে অনুসরণ করছে না বিজয়, দুশ্চিন্তায় রাশমিকা

প্রকাশিতঃ 2:13 pm | May 05, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকাকে আর অনুসরণ করছেন না তাঁর প্রেমিক অভিনেতা বিজয় দেবরকোন্ডা। এ খবর চাউর হতেই নড়ে বসেছেন দুই তারকার অনুরাগীরা। হঠাৎ এমন কী হলো যে প্রেম ভেঙে খানখান! প্রশ্ন উঠেছে বিনোদন দুনিয়ার অন্দরে।

বিষয়টি নিয়ে রাশমিকা যে দুশ্চিন্তায় আছেন, তার আভাস পাওয়া গেছে ঘনিষ্ঠজনের কাছে। ভারতীয় সংবাদমাধ্যমে আনন্দবাজার জানিয়েছে, রোববার সকালে আচমকা সংবাদমাধ্যমের চোখ যায় বিজয় দেবরকোন্ডার অফিসিয়াল ইনস্টাগ্রামে। তারা দেখেন, বিজয় ৩৫ জনকে অনুসরণ করছেন। তাদের মধ্যে রাশমিকা নেই! সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে খবর। কোথা থেকে কী হয়ে গেল, বুঝতে পারছেন না কেউ। অথচ দিন কয়েক আগেও কান পাতলেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল।

 এমনকি নতুন বছরের শুরুতেও দেবরকোন্ডা সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, তিনি আর ‘সিঙ্গেল’ নন। শুধু তাই নয়, একাধিক অনুষ্ঠানেও বিজয় ও রাশমিকার দুই পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছে। সেসবই কি তা হলে মিথ্যা? এ প্রশ্নই এখন অনেকের।

কালের আলো/এসএকে