পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়লো ৩২ কেজির বিশাল কাতল 

প্রকাশিতঃ 2:53 pm | May 04, 2025

রাজবাড়ী প্রতিবেদক, কালের আলো:

পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল কাতল মাছ ধরা পড়েছে। পরে জেলার গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে এ মাছটি  ৫২ হাজার টাকায় বিক্রি হয়।

রোববার (৪ মে) সকালে দৌলতদিয়া মাছ বাজারের সাঈদ মোল্লার আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে এক হাজার ৬০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি হয়।

দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাত ৪টার দিকে সিরাজগঞ্জ জেলার জেলে আলেকচানসহ তার সহযোগীরা পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলেন। ভোর ৫টার দিকে বিশালাকৃতির এই কাতল মাছটি জালে ধরা পড়ে। তখন বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের সাঈদ মোল্লার আড়তে আনেন। ওজন করে দেখা যায় যে মাছটির ওজন ৩২ কেজি ৬০০ গ্রাম। মাছটি দেখতে আড়তে ভিড় করেন উৎসুক স্থানীয়রা।

মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সকালে উন্মুক্ত নিলামে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের বড় একটি কাতল মাছ ৫২ হাজার টাকায় কিনেছেন। এখন কেজিপ্রতি ৫০ বা ১০০ টাকা লাভে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন। গতকালও তিনি ২৮ ও সাড়ে ১৯ কেজি ওজনের দু’টি কাতল মাছ কিনেছিলেন।

রাজবাড়ী জেলার মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, নদীতে পানি কম থাকায় মাঝেমধ্যেই জেলেদের জালে বড় বড় রুই, কাতল, বোয়াল, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা ভালো লাভ করছেন।

কালের আলো/এমডিএইচ