দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

প্রকাশিতঃ 10:53 am | May 04, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশের কয়েকটি অঞ্চলে হঠাৎ করে ঝড়ো আবহাওয়া দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। রোববার (৪ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ঢাকা, রাজশাহী, কুষ্টিয়া, যশোর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, সম্ভাব্য ঝড়ো হাওয়ার কারণে উল্লেখিত জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই অবস্থা শুধু রোববারেই নয়—আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া বিরাজ করতে পারে। কোথাও কোথাও হতে পারে দমকা হাওয়াসহ বৃষ্টি, বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানোর মতো পরিস্থিতিও।

আবহাওয়ার এই ধরণের আচরণকে স্বাভাবিক মৌসুমি বৈচিত্র্যের অংশ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এই ঝড়-বৃষ্টির মধ্যে নদীপথে চলাচল ও খোলা আকাশের নিচে অবস্থান এড়িয়ে চলতে বলছেন বিশেষজ্ঞরা।

কালের আলো/এমডিএইচ