এবার ভারতীয় জাহাজের জন্য সকল বন্দর বন্ধ করে দিলো পাকিস্তান
প্রকাশিতঃ 10:37 am | May 04, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে এবং সর্বশেষ প্রতিবেশী দেশ পাকিস্তানের জাহাজ প্রবেশ নিষিদ্ধ করেছে ভারত।
এরই জবাবে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটি এবার ভারতীয় জাহাজের জন্য পাকিস্তানের সকল বন্দর বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে পাকিস্তানি পতাকাবাহী জাহাজও ভারতের কোনও বন্দরে যাবে না বলেও জানিয়েছে ইসলামাবাদ।
রোববার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
সংবাদমাধ্যমটি বলছে, কাশ্মিরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পর ভারতের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হওয়ায় পাকিস্তান শনিবার ভারতের পতাকাবাহী জাহাজের জন্য নিজ দেশের বন্দর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।
গত ২২ এপ্রিলের হামলায় পেহেলগামে ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক। এটি ২০০০ সালের পর কাশ্মিরে অন্যতম ভয়াবহ হামলা। ভারত এই হামলার পেছনে পাকিস্তানি সংযোগের ইঙ্গিত দিলেও কোনও প্রমাণ দিতে পারেনি।
অন্যদিকে পাকিস্তান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
ওই হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ভারতের সঙ্গে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে পাকিস্তান। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী দেশটির সেনাবাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দিয়েছেন।
এর আগে পাকিস্তান ৩০ এপ্রিলের প্রথম প্রহরে জানায়, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত হামলার পরিকল্পনা করছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। ফলে দুই দেশের কূটনৈতিক চ্যানেলগুলো সংঘাত এড়াতে ব্যস্ত হয়ে ওঠে।
এমন অবস্থায় শনিবার সকালে ভারত জানায়, পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে ভারতের কোনও বন্দরে ঢুকতে দেওয়া হবে না, একইভাবে ভারতের পতাকাবাহী জাহাজও পাকিস্তানের কোনও বন্দরে যাবে না।
ভারতের ডিরেক্টরেট জেনারেল অব শিপিং এক বিবৃতিতে জানায়: “ভারতীয় সম্পদ, পণ্য ও সম্পর্কিত অবকাঠামোর নিরাপত্তার জন্য, জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হলো।”
এর কিছুক্ষণ পর পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পোর্টস অ্যান্ড শিপিং শাখা থেকে এক নির্দেশনায় বলা হয়: “সাম্প্রতিক সমুদ্র পরিস্থিতি বিবেচনায়, পাকিস্তানের সমুদ্রসীমা, অর্থনৈতিক স্বার্থ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় অবিলম্বে ভারতীয় পতাকাবাহী জাহাজের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পাকিস্তানি পতাকাবাহী জাহাজও ভারতের কোনও বন্দরে যাবে না। বিশেষ ক্ষেত্রে অনুমতির বিষয়টি আলাদা ভাবে বিবেচনা করা হবে।”
এদিকে পেহেলগামের ভয়াবহ ওই হামলার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান।
এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান শনিবার “আবদালি” ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। ভারতের কর্মকর্তারা এটিকে “খোলামেলা উসকানি” বলে মন্তব্য করেছেন। ৪৫০ কিমি রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান “সিন্ধু মহড়ার” অংশ হিসেবে পরীক্ষা করেছে বলে জানিয়েছে।
কালের আলো/এমডিএইচ