আগে সংস্কার, পরে নির্বাচন: চরমোনাই পীর
প্রকাশিতঃ 8:31 pm | May 03, 2025

পটুয়াখালী প্রতিবেদক, কালের আলো:
ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আগে সংস্কার, পরে যৌক্তিক সময়ে নির্বাচন। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে।
শনিবার (৩ এপ্রিল) বিকেলে পটুয়াখালী শহরের চৌরাস্তা এলাকায় শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, যারা নির্বাচনের জন্য বার বার কথা বলছেন আমি তাদের প্রশ্ন করেছিলাম, যে আপনারা নির্বাচনের পর ক্ষমতায় গিয়ে কি করবেন? আমরা লক্ষ্য করেছি আপনারা আপনাদের দলীয় লোকদের, নেতাদের, কর্মীদের, সমর্থকদের এখনইতো নিয়ন্ত্রণ করতে পারছেন না।
তিনি বলেন, মুগ্ধর সেই পানি পানি শব্দ এখনো আমাদের কানে ভাসছে। রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। শত শত মানুষ চোখ হারিয়েছে, পঙ্গুত্ববরণ করেছে। তখন ইসলামী আন্দোলনসহ সহযোগী সংগঠনগুলো দেশের নিরাপত্তা ও সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছি। আমরা বুঝেছি শকুন চক্ষু ভারত বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।
ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক মুহা. আনছার উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে পটুয়াখালী জেলাসহ ইসলামী আন্দোলনের সিনিয়র নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
কালের আলো/এএএন