শুধু কাগজে বাজেট নয়, শিশুদের ভবিষ্যতের বিনিয়োগ জরুরি
প্রকাশিতঃ 2:03 pm | April 29, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
শিশুদের জন্য বাজেট নয়, বরং ভবিষ্যতের বিনিয়োগ হিসেবেই তাদের জন্য অর্থ বরাদ্দ দেখতে চান বিশিষ্টজনেরা। আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শিশুদের জন্য কমপক্ষে ২০ শতাংশ বরাদ্দ রাখার দাবি উঠে এসেছে এক আলোচনা অনুষ্ঠানে। বক্তারা বলেছেন, শুধু কাগজে বাজেট বরাদ্দ নয়, প্রয়োজন শিশুবান্ধব বাস্তবায়ন ও সঠিক তদারকি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জনবান্ধব বাজেট ভাবনা’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানে আয়োজিত শিশুবান্ধব বাজেট সেশনে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন নাগরিক বিকাশ ও কল্যাণ (নাবিক)। সেশনে সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার এবং ধারণাপত্র উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের উপদেষ্টা জাফর সাদিক।
ধারণাপত্রে জাফর সাদিক বলেন, জাতীয় বাজেটে শিশুদের জন্য অন্তত ২০ শতাংশ বরাদ্দ রাখা উচিত। এই বরাদ্দ শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তায় ব্যয় করতে হবে এবং আলাদাভাবে উপস্থাপন করে তার বাস্তবায়ন তদারকির ব্যবস্থা করতে হবে।
বিএনপির সাবেক এমপি আবুল কালাম আজাদ বলেন, আমরা বাজেটে ফাঁকিবাজির মধ্যে থাকি। শিশুদের জন্য বরাদ্দ যথেষ্ট নয়, ফলে তারা সঠিকভাবে বেড়ে উঠতে পারে না। এতে দেশের ভবিষ্যতও বাধাগ্রস্ত হয়।
জাতীয় বিপ্লবী পরিষদের মোহাম্মদ শামসুদ্দীন বলেন, শিশুদের জন্য বরাদ্দ আসলে বিনিয়োগ। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য তৈরি করে রাখা হয়েছে। এটি দূর করতে পরিকল্পনার ঘাটতি আছে।
অর্থনীতিবিদ ড. ওমর ফারুক জানান, গবেষণায় দেখা গেছে, ৯২ শতাংশ স্কুলগামী শিশু পর্নে আসক্ত। ঢাকায় আছে মাত্র ১০০টির মতো দিবাযত্ন কেন্দ্র— যা একেবারেই পর্যাপ্ত নয়।
শিশু সংগঠক জাকারিয়া হাবিব পাইলট বলেন, সংসদে বাজেট নিয়ে জনগণের অংশগ্রহণ নেই বললেই চলে। শিশুদের অংশ সংবলিত বাজেট প্রণয়ন না হলে ভবিষ্যতের ভারসাম্যপূর্ণ বরাদ্দ সম্ভব নয়।
আসলাম বেগ সায়েম বলেন, জুলাই আন্দোলনের সময় অনেক শিশু প্রাণ দিয়েছে। বাজেটের বড় অংশ শেষ মাসে তড়িঘড়ি করে খরচ হয়— যা প্রকৃত উন্নয়নে ব্যবহৃত হয় না।
উদ্যোক্তা শামীম আশরাফ ও তাহমিনা রহমান সাথী শিশুদের মানসিক বিকাশের সময়সীমা ও ডিজিটাল নিরাপত্তা নিয়েও বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।
এ ছাড়া উপস্থিত বিশিষ্টজনেরা বাল্যবিবাহ রোধ, প্রাইভেট পড়া নিরুৎসাহিত করা এবং শিশুশ্রম নির্মূলের ওপর জোর দিয়ে বলেন, বাজেট বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে হবে এবং বরাদ্দের জবাবদিহিতার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
কালের আলো/এসএকে