পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধিরা অভিমত জানাতে পারবেন: আইজিপি
প্রকাশিতঃ 4:57 pm | April 28, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অনাড়ম্বর নয়, এ বছর কার্যকর পুলিশ সপ্তাহ পালন করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
এ প্রসঙ্গে তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পনা শুনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এছাড়া এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তাদের অভিমত জানাবেন।
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
পুলিশপ্রধান জানান, আগামীকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে তিনদিনব্যাপী পুলিশ সপ্তাহ -২০২৫ শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর উদ্বোধন করবেন।
প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ ও র্যাবের ২৬৮ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে দেওয়া হবে। গত বছর আইজিপি ব্যাজ পেয়েছিলেন ৪৮৮ কর্মকর্তা ও সদস্য।
আসন্ন পুলিশ সপ্তাহের মধ্যে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে আইজিপি এ ব্যাজ পরিয়ে দেবেন। গতকাল রোববার আইজিপির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কালের আলো/এএএন