আগেই বলেছিলাম, ‘এই মৌসুমে বার্সাকে হারাতে পারবে না রিয়াল’
প্রকাশিতঃ 3:55 pm | April 27, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
এ মৌসুমে এল ক্লাসিকো মানেই বার্সেলোনার দাপট। গতকাল রাতের আগে দুইবার মুখোমুখি হয়ে রিয়াল মাদ্রিদকে একপেশে হারিয়েছে কাতালানরা। অক্টোবরে লা লিগায় বার্ন্যাবুতে ৪-০ গোলের জয়ে শুরু, এরপর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ গোলের বড় ব্যবধানে আরও একবার উড়িয়ে দেয় প্রতিপক্ষকে।
পূর্বের সাফল্য থেকেই আত্মবিশ্বাসী হয়ে গতকাল রাতে কোপা দেল রে’র ফাইনালেও নেমেছিল বার্সা। সেভিয়ার স্তাদিও অলিম্পিকোতে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্টের রেকর্ড ৩২তম শিরোপা নিজেদের করে নেয় হ্যান্সি ফ্লিকের দল।
ম্যাচের শুরুতে পেদ্রির গোলে এগিয়ে গেলেও পরে ২-১ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে হাল ছাড়েনি কাতালানরা। নির্ধারিত সময়ের শেষে ফেরান তোরেসের গোলে সমতা ফেরায় তারা। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে জুলস কুন্দের নাটকীয় গোলে মাদ্রিদকে চূড়ান্তভাবে হারায় বার্সা।
মাঝে পিছিয়ে পড়লেও এ ম্যাচে বার্সার আত্মবিশ্বাস কতটা ছিল, সেটা উঠে এসেছে লামিন ইয়ামালের কথাতেই। স্প্যানিশ এ রাইট উইঙ্গার জানিয়েছেন, মাদ্রিদ দুই গোলে এগিয়ে গেলেও জিততে পারত না, এমনটা বিশ্বাস ছিল তার। তিনি বলেন, ‘ম্যাচের আগে হোটেলে রোনাল্ড আরাউহোকে বলেছিলাম, “তারা (রেয়াল মাদ্রিদ) এক গোল দিলেও সমস্যা নেই। তারা যদি দুই গোল করে? তাতেও সমস্যা নেই। এ বছর তারা আমাদের থামাতে পারবে না। আমরা সেটা দেখিয়েছি।’
মাত্র ১৭ বছর বয়সী ইয়ামাল তার কথা মাঠেও প্রমাণ করেছেন। পেদ্রির গোলের অ্যাসিস্টের পাশাপাশি ফেরান তোরেসের সমতাসূচক গোলেও মূল ভূমিকা ছিল এই তরুণ তারকার। মাঝমাঠ থেকে নিখুঁত পাসে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার পথ তৈরি করেন তিনি।
কালের আলো/এসএকে