রাজস্ব আদায়ে চাপে এনবিআর
প্রকাশিতঃ 5:25 pm | April 22, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে রয়েছে ২ লাখ ৭ হাজার ১৩ কোটি টাকা আদায়ের বিশাল লক্ষ্যমাত্রা। অর্থাৎ, প্রতিদিন গড়ে ২ হাজার ২৭৫ কোটি টাকা করে রাজস্ব আদায় করতে হবে। ফলে দারুণভাবে চাপে পড়বে এনবিআর।
এনবিআর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা ধরা হয়। এরমধ্যে প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) আদায় হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৮৭ কোটি টাকা।
অর্থাৎ, গত নয় ৯ মাসে দৈনিক গড়ে ৯৫০ কোটি টাকা আদায় করে এই সংস্থাটি। তবে ওই ৯ মাসে (জুলাই-মার্চ) রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছিলো ৬৫ হাজার ৬৬৫ কোটি টাকা।
এনবিআর প্রধানত আয়কর, মূসক (ভ্যাট) ও আমদানি শুল্ক— এই তিন খাত থেকে রাজস্ব আদায় করে থাকে। এদের সব কটিতেই প্রবৃদ্ধি থাকলেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি গত ৯ মাসে।
আয়কর খাতে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ কোটি টাকা; আদায় হয়েছে ৮৬ হাজার ৯২১ কোটি টাকা। ঘাটতি ২৯ হাজার ৭৫৫ কোটি টাকা।
ভ্যাট খাতে আদায় হয়েছে ৯৫ হাজার ৩১১ কোটি টাকা; যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৪ হাজার ৭৪৯ কোটি টাকা। ঘাটতি ১৯ হাজার ৪৩৮ কোটি টাকা।
শুল্ক খাতে আদায় হয়েছে ৭৪ হাজার ২৫৫ কোটি টাকা; লক্ষ্যমাত্রা ছিল ৯০ হাজার ৭২৭ কোটি টাকা। ঘাটতি ১৬ হাজার ৪৭২ কোটি টাকা।
তবে এনবিআরের কর্মকর্তাদের ভাষ্য, প্রতি অর্থবছরেই রাজস্ব খাতে বড় অঙ্কের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেটি সব সময় বাস্তবমুখী হয় না।
কালের আলো/এমডিএইচ