বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে রপ্তানি ৩৭৮ মেট্রিক টন আলু
প্রকাশিতঃ 8:54 pm | April 20, 2025

পঞ্চগড় প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সম্প্রতি ৩৭৮ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে, যা চলতি মৌসুমে আলু রপ্তানির ধারাবাহিকতার অংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাবান্ধা উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন রোববার রয়টার্সকে জানান, আলুগুলো পরীক্ষা-নিরীক্ষার পর ভারতের ফুলবাড়ি হয়ে নেপালে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার ২৭৩ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছিল।
চলতি মৌসুমে এ পর্যন্ত মোট ৪ হাজার ৮৭২ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে। আলুগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর থেকে সংগ্রহ করা হয়েছে।
আলু রপ্তানিতে বর্তমানে ছয়টি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এর মধ্যে ‘থিংকস টু সাপ্লাই’, ‘হুসেন এন্টারপ্রাইজ’, ‘স্বাধীন এন্টারপ্রাইজ’ ও ‘ক্যারোস এগ্রো কনসার্ন অব এম আর জে এন গ্রুপ’ আগে থেকেই রপ্তানির সঙ্গে জড়িত। নতুনভাবে ‘ঈশান এগ্রো ফার্ম’ ও ‘হাবিব ইন্টারন্যাশনাল’ যুক্ত হয়েছে।
সিএন্ডএফ এজেন্ট আব্দুল্লাহ আল মামুন বলেন, “নেপালে বাংলাদেশের আলুর চাহিদা বেশি। নিয়মিত রপ্তানির ফলে কৃষক, ব্যবসায়ী এবং সরকার—সবাই লাভবান হচ্ছেন।”
‘ক্যারোস এগ্রো কনসার্ন’-এর মালিক কে এম নাজমুল হাসান জানান, ‘আমরা ভাল মানের আলু রপ্তানি করছি। আগে ২০ শতাংশ ইনসেনটিভ পেলেও এখন তা কমে ১০ শতাংশ হয়েছে। সরকার যদি আবার ইনসেনটিভ বাড়ায়, তাহলে রপ্তানি আরও বাড়বে।’
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘নতুন পণ্য হিসেবে আলু রপ্তানি শুরু হয়েছে। এতে কৃষক ও ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি সরকারও রাজস্ব পাচ্ছে।’
কালের আলো/এমডিএইচ