জাতীয় নিরাপত্তায় সবাইকে সাংবিধানিক দায়িত্ব পালনে ভূমিকার আহবান শিক্ষামন্ত্রী’র

প্রকাশিতঃ 4:45 pm | April 10, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

জাতীয় নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সবাইকে সাংবিধানিক দায়িত্ব পালনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি।

বুধবার (১০ এপ্রিল) রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ১১ তম ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) উচ্ছ্বসিত প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ আন্তর্জাতিক ক্ষেত্রে সুনাম অর্জনকারী সামরিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটি অবশ্যই আমাদের জন্য গর্বের।

সবার আগে ন্যাশনাল ডিফেন্স কলেজে এডুকেশন ৪.০ প্রবর্তনের মাধ্যমে ভবিষ্যত শিক্ষা পদ্ধতির অগ্রপথিকের ভূমিকা গ্রহণ করেছে। ক্যাপস্টোন কোর্স সকল পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে, যোগ করেন মন্ত্রী।

আরো পড়ুন:
মে মাসে আড়াই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ১১তম ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

পরে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসাবে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। তিনি সফলভাবে কোর্স সর্ম্পন করায় সকল ফেলোগণকে আন্তরিক ধন্যবাদ জানান।

আরো পড়ুন:
বিশ্ববিদ্যালগুলোতেও সমন্বিত ভর্তি পরীক্ষা জরুরি : শিক্ষামন্ত্রী

এর আগে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। তিনি তাঁর ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করেন।

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ১১তম ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ বলেন, সামরিক ও বেসামরিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ভূমিকা রেখে কাজ করতে হবে।

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ১১তম ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

কোর্সে সংসদ সদস্য, সচিব পর্যায়ের প্রশাসনিক আমলা, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, প্রখ্যাত শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসাবিদ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, অনারারী কনসাল জেনারেল এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দসহ মোট ৩৪ জন ফেলো অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের অনুষদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ১১তম ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সাথে ফটোসেশনে অংশ নেন।

কালের আলো/এএ