গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনারের যোগদান

প্রকাশিতঃ 11:30 am | April 10, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে যোগ দিয়েছেন আনোয়ার হোসেন। মঙ্গলবার(১০ এপ্রিল) নিজ কর্মস্থল গাজীপুরে যোগ দেন তিনি।

জিএমপির অতিরিক্ত কমিশনার আজাদ মিয়া জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে আনোয়ার হোসেন যোগদান করেছেন।

এর আগে তিনি পুলিশ অধিদফতরে ডিজাইজি হিসেবে কর্মরত ছিলেন।

আনোয়ার হোসেন ১৯৯৮ সালে পুলিশে যোগদান করেন। তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দেওয়াটি গ্রামে মো. আশরাফ হোসেন মঞ্জু মিয়ার ছেলে।

গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পুলিশ অধিদফতরের ডিআইজি আনোয়ার হোসেনকে জিএমপির কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়।

আর জিএমপির কমিশনার ওয়াই এম বেলালুর রহমানকে পুলিশ অধিদফতরে বদলি করা হয়।

কালের আলো/এমইচএ