ময়মনসিংহের ভালুকায় পলিমার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশিতঃ 5:07 pm | April 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের ভালুকার পলিমার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

শনিবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের শিরির চালা এলাকায় পলিমার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস কন্ট্রোলরুম কর্মকর্তা মোখলেসুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ৩টি ইউনিট রাস্তায় আছে বলেও জানান তিনি।

আগুন লাগার ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, পলিমার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনার ঘটেছে। কি কারণে আগুন লেগেছে তার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

কালের আলো/এমএইচএ