স্মারক স্বর্ণ-রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিতঃ 5:17 pm | November 18, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৭ নভেম্বর) নতুন এ দর নির্ধারণ করা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত স্মারক স্বর্ণ মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য টাকা এক লাখ ৮৫ হাজার টাকা এবং স্মারক রৌপ্য মুদ্রা (বাক্সসহ) প্রতিটির বিক্রয়মূল্য টাকা ১৪ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হলো।

বাংলাদেশ ব্যাংক বলছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে স্বর্ণ ও রৌপ্যের মূল্য বাড়ানোর কারণে স্মারক স্বর্ণ মুদ্রা ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে, যা ১৭ নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ