যুবদল নেতা কিবরিয়া হত্যার প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশিতঃ 5:06 pm | November 18, 2025
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
যুবদল নেতা কিবরিয়া হত্যার প্রতিবাদে রাজধানীর কাকরাইলে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়বাদী যুবদল। মঙ্গলবার কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় যুবদল নেতাকর্মীরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ শেষে সমাবেশে নেতারা বলেন, ‘কিবরিয়া হত্যাকাণ্ড পরিকল্পিত। সরকারের প্রশ্রয়ে সন্ত্রাসীরা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে।’ তারা আরো বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, কিন্তু আমাদের নেতাকর্মীদের ওপর অন্যায় হামলা, হত্যা, গ্রেপ্তার চলছেই।’
সমাবেশে যুবদল নেতারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং হত্যার প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন।
বিক্ষোভ কর্মসূচিতে যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনাম, সদস্য সচিব নুরুল ইসলাম নয়নসহ মহানগর ও থানা পর্যায়ের যুবদল নেতাকর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, গতকাল মিরপুরের পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্য গুলি করে নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতকারীরা।
কালের আলো/এমএএইচ/এইচএন