জার্মানি থেকে এক হাজার ৬৯২ কোটি টাকায় কেনা হচ্ছে ই-পাসপোর্ট বুকলেট

প্রকাশিতঃ 6:39 pm | November 18, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক জার্মানি থেকে ই-পাসপোর্ট বুকলেট এবং প্রশিক্ষণ সরাসরি (জিটুজি) ক্রয় পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে এক হাজার ৬৯২ কোটি ৩২ লাখ ৭৬ হাজার টাকা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রবর্তন— শীর্ষক প্রকল্পের ই-পাসপোর্ট বুকলেট এবং প্রশিক্ষণ সরাসরি (জিটুজি) ক্রয় পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান জার্মানির ভেরিডোস জিএমবিএইচ-এর কাছ থেকে ই-পাসপোর্ট বুকলেট এবং প্রশিক্ষণ সরাসরি (জিটুজি) ক্রয় পদ্ধতিতে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ব্যয় হবে এক হাজার ৬৯২ কোটি ৩২ লাখ ৭৬ হাজার টাকা।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, আমরা প্রায় এক কোটি পাসপোর্ট আবার নতুন করে ইস্যু করব। কারণ ই-পাসপোর্টের চাহিদা আছে তো সেটা তাড়াতাড়ি করে আমরা করব। সেখানে পাসপোর্টের অফিসের সাথে কথা বলে ডকুমেন্টও দেওয়া হয়েছে ৬৫ লাখ৷

কালের আলো/এসএকে