শুধু ব্যাটার হিসেবে আইপিএলে খেলার অনুমতি পেলেন মার্শ
প্রকাশিতঃ 5:51 pm | March 14, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে শুধু একজন ব্যাটার হিসেবে খেলার ছাড়পত্র পেলেন অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ।
এবারের আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন তিনি। সর্বশেষ নিলাম থেকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে মার্শকে দলে নেয় লখনৌ। গত জানুয়ারিতে বিগ ব্যাশ খেলার সময় তিনি পিঠের নিচের অংশের ইনজুরিতে পড়েন। এরপর শ্রীলঙ্কা সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান এই তারকা অলরাউন্ডার।
পরবর্তীতে আইপিএলেও মার্শের খেলা নিয়ে শঙ্কা ছিল। অবশেষে অনিশ্চয়তা কাটিয়ে আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন তিনি। তবে শুধু একজন ব্যাটার হিসেবেই খেলতে হবে মার্শকে।
আগামী ১৮ মার্চ লখনৌ দলের অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন মার্শ। এবার লখনৌ দলে স্বদেশি জাস্টিন ল্যাঙ্গারকে কোচ হিসেবে পাবেন তিনি। ২০২৩ সালের জুলাইয়ে লখনৌর কোচ হিসেবে দায়িত্ব নেন ল্যাঙ্গার।
ইনজুরির কারণে আইপিএলে সর্বশেষ তিন আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে সব ম্যাচ খেলতে পারেননি মার্শ।
মার্শের মতো ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি অস্ট্রেলিয়ান তিন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। তবে সুস্থ হয়ে ওঠায় আইপিএলে খেলার জন্য প্রস্তুত তারাও। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৮তম আসর।
কালের আলো/এসএকে