টিএসসিতে বিকেলে ফারিণ, সন্ধ্যায় বুবলী!

প্রকাশিতঃ 1:35 pm | February 18, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে শুরু হওয়া ৫ দিনব্যাপী ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের পর্দা নামবে বুধবার। ইতিমধ্যে জমে উঠেছে উৎসবটি, দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো।

উৎসবের চতুর্থ দিন আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রদর্শিত হবে চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এরমধ্যে সকাল দশটায় দেখানো হয় চাষী নজরুল পরিচালিত ‘দেবদাস’ এবং দুপুর ১টায় আবদুল আহাদ তানভীর পরিচালিত ‘বাতাসের ফেনা’ এবং বিকেল সাড়ে ৩টায় দেখানো হবে তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় দেখা যাবে শরিফুল রাজ ও বুবলী জুটির ‘দেয়ালের দেশ’ সিনেমা।

আয়োজকরা জানান, এবার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা। টিকিট পাওয়া যাবে উৎসবের প্রতিদিন সকাল ৯টা থেকে, ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনা মূল্যে উপভোগ করতে পারবেন।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২২টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এটি চলবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত।

কালের আলো/এসএকে