লালবাগে কাগজ কারখানার আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিতঃ 11:08 pm | March 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর পুরান ঢাকার লালবাগে একটি কাগজ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার(২৩ মার্চ) দিনগত রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সা‌র্ভিস অ্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের কন্ট্রোল রুম সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে রাত ৯টা ৪০ মি‌নি‌টে শহীদনগ‌রের ৬নং গ‌লি‌তে এ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউ‌নিট আগুন নিয়ন্ত্র‌ণে কাজ করে।

ফায়ার সার্ভিস সদর দফতরে ডিউটি অফিসার আতাউর রহমান জানিয়েছিলেন, খবর পাওয়ার পরই পর্যায়ক্রমে ৭টি ইউনিট পাঠানো হয়ে।তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

কালের আলো/এমএইচএ