শেষ হল ১০ম টয়োটা ইনডিপেনডেন্স ডে কাপ গল্‌ফ টুর্নামেন্ট

প্রকাশিতঃ 9:42 pm | March 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

পুরস্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল ১০ম টয়োটা ইনডিপেনডেন্স ডে কাপ গল্‌ফ টুর্নামেন্ট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

শনিবার(২৩ মার্চ) ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে ১০ম টয়োটা ইনডিপেনডেন্স ডে কাপ গল্‌ফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ যখন ‘গলফার’

অ্যামেচার গলফারদের নিয়ে পাঁচ ক্যাটাগরিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে রেগুলার গ্রুপে লেঃ কর্নেল শাহেদ মোস্তাফা, ভ্যাটারান গ্রুপে মেজর মোঃ হাবিবুর রহমান (অবঃ), সিনিয়র গ্রুপে ব্রিগেঃ জেনাঃ মোহাম্মদ আব্দুর রব (অবঃ), লেডিস গ্রুপে মিসেস নীলা আজিজ এবং জুনিয়র গ্রুপে মাস্টার সাজিদুল ইসলাম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ১০ম টয়োটা ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্টে ফটোসেশনে অংশ নেন।

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে লজিস্টিকস এরিয়া কমান্ডার ও প্রেসিডেন্ট, আর্মি গলফ ক্লাব মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নাভানা গ্রুপের সিনিয়র শফিউল ইসলাম কামাল, ব্রিগেডিয়ার জেনারেল শাহ- নূর জিলানী, টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তোজাম্মেল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ১০ম টয়োটা ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ১০ম টয়োটা ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ঢাকা সেনানিবাসের আর্মি গলফ ক্লাবে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ১০ম টয়োটা ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কালের আলো/এমএইচএ